
সময় সংবাদ বিডি -ঢাকা: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ১১ এপ্রিল করা হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
একই সাথে বলা হয়েছে, দেশবাসীর উদ্দেশ্যে জনসমাগম এগিয়ে থাকতে এবং অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এর আগে আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। এবার আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার কথাও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।