নববর্ষের আনন্দ ঘরে বসেই হোক,শুভ নববর্ষ।
দেখা পৃথিবী না দেখার ব্যথা
কাওছার মুরাদ।
দৃষ্টির অগোচরে থাকলেই ভালো হতো
কল্পনায় ইচ্ছে মতো দৌড়াতে পারতাম
পাহাড় পর্বত ডিঙিয়ে সমতলের খুঁজে।
সাগরের লহরি হয়ে দোলতে পারতাম
যে কোনো উর্বশীর রূপসি বুকে,
ভুমিকম্প হয়ে আঘাত করতে পারতাম
সমতল ভূমি গহিন করার জন্য।
এখন দেখা পৃথিবী না দেখার ব্যথায়
প্রতিনিয়ত কাঁদতে হয় নির্জনে বসে
না দেখার কারণে কালবৈশাখি ঝড়ে
তছনছ হয় আমার সাজানো বাগান।
স্বপ্নরা আমাকে নিয়ে তামাসা করে
কালের স্রোতে যে জনপদে বসবাস
সেখানেও অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি!
তাই দেখা পৃথিবী না দেখার ব্যথায়
জীবনটা মরুভূমির পথিকের মতো পিপাসিত
জলপানের অপেক্ষায় অতিষ্ঠ হতে হতে
অনেক আশা নিয়ে বেঁচে আছি
দেখি পৃথিবী আবার দেখব বলে,
শুভ নববর্ষ হে বঙ্গবাসী বাংলাদেশি
আবার দেখা হবে রমনার বটমূলে।
Leave a Reply