রিপোর্টার:মোঃ হৃদয় হাসান,সময় সংবাদ বিডি ঢাকা: আলিগঞ্জ ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল মল্লিক ওরফে তরাশ (৪৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
আজ শুক্রবার ( ৮ মে) ভোর রাত পৌনে ৪ টায় ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) আঃ গফ্ফার তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পঞ্চবটি-পাগলা লিংক রোডের পূর্ব পার্শ্বে আলীগঞ্জ (পলাশ নেতার) তেল পাম্পের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে দেখছো আসামীকে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ সাইফুল মল্লিক ওরফে তরাশ (৪৮) পাবনার চাটমোহর উপজেলার বড় শালিখা গ্রামের মৃত রমজান মল্লিকের ছেলে। মল্লিক বর্তমানে আলীগঞ্জের বাক্কর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ০৩-০৮/০৫/২০২০ইং।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন। তিনি বলেন, আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে।
Leave a Reply