রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, সময় সংবাদ বিডি- ঢাকা:রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আব্দুল সালাম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে ওই মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। আব্দুল সালাম উপজেলার মাহমুদাবাদ এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
রবিবার রাতে আব্দুল সালামের অবস্থা খারাপ হলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধার পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Leave a Reply