

সময় সংবাদ বিডি- ঢাকাঃ যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত হয়েছে ২,জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
আজ রবিবার সকাল সাড়ে (৭) সাতটার দিকে সাতক্ষীরা খুলনা সড়কে সাতক্ষীরার তালা উপজেলায় ভৈরবনগর এই দুর্ঘটনা ঘটে। এইদিকে,স্থানীয় সূত্রে জানা যায় যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি বাস পাস কারতে গিয়েকাটাতে গিয়ে, ওই বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। বর্তমানে আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি হলো- (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯)