
জসীম ভূঁইয়া,সময় সংবাদ বিডি-ঢাকা:নিরাপত্তার চাদরে রাজধানী পথে পথে চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশি। আর মাত্র কয়েক ঘণ্টা পরই ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীজুড়ে একযোগে শুরু হবে ভোটগ্রহণ।
তাই নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে নগরীজুড়ে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাজধানীজুড়ে বাড়তি পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নগরীর ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা রয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব, আনসার বাহিনী,বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে, জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সুষ্ঠুভাবে দুই সিটি নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশের প্রায় ২১ হাজার সদস্য মাঠে থাকবেন। সব মিলিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মোট ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবেন।
তারা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের পর পর্যন্ত সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।