নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীঃ নৌকার পথসভায় বোমা হামলার ঘটনায় বিক্ষোভ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে গতকাল সন্ধায় হরিদাগাছি গ্রামে নৌকার পথসভা দুর্বিত্তদের বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন। দুর্বিত্তদের বোমা হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ করে পথসভা করেছে নৌকার সমর্থকরা।
বুধবার (২৭ জানুয়ারী) কেশরহাট বাজারের প্রধান ফটকে এই পথসভা করে নৌকার প্রার্থী ও সমর্থকেরা। এর আগে বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে নৌকার সমর্থকরা।
উক্ত পথসভার বক্তব্যে বোমা হামলায় জড়িতদের ক্ষমা করে দিয়ে আগামী ৩০ জানুয়ারী সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেছেন স্থানীয় রাজশাহী-৩ ( পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
এসময় তিনি বলেন, আমরা হামলাকারীদের ক্ষমা করে দিয়ে বলতে চাই, আপনারা সংশোধন হয়ে যান। আমরা হামলাকারী সেই ভাইদের বলতে চাই আপনারা সঠিক রাস্তায় ফিরে আসুন। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা চাই সকল ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন। আমরা কোন সহিংসতা চাইনা। আমরা চাই ভোটারদের অধিকার নিজেই ভোট দিবে। তাই আমরা সকলকেই অনুরোধ করছি, বাংলাদেশের একটি নজিরবিহীন ভোট হবে কেশরহাটে। সবাই আমার প্রতি আস্থা রাখুন।
এসময় পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেন্টু, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোরসেদ আলম, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমীন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি মুমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক শাহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply