ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় রাজশাহীর পবা উপজেলার অসহায় ও দরিদ্র এবং কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে রুপশী পল্লী বাংলাদেশ (আর পি বি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজুর নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা এই সবজি বিতরণ করেছেন।
এসময় তারা লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, ঢেরসসহ বিভিন্ন প্রকারের শাক-সবজি বিতরণ করেছেন।
বিনামূল্যে সবজি বিতরণ নিয়ে কথা হয় রুপশী পল্লী বাংলাদেশ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সাথে। এসময় তিনি সময় সংবাদ বিডিকে বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই স্থানীয় পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপির সার্বিক সহযোগিতা রুপশী পল্লী বাংলাদেশ পবা ও মোহনপুরের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এবং আগামীতেও আমাদের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply