ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ রাজশাহীর চারঘাট, বানেশ্বর ও পবা এলাকার প্রায় ৩০০ কর্মহীন রোজাদার মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার অালম এমপির পক্ষে রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণ করেন রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিনুর ইসলাম সজল।
আজ শুক্রবার বিকাল থেকে জেলার বিভিন্ন থানা ঘুরে মোটরসাইকেল যোগে এই ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এব্যাপারে হাসিনুর ইসলাম সজল বলেন, করোনা ভাইরাস ঘোষণা হওয়ার পর থেকে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অালহাজ্ব শাহরিয়ার অালম এমপি মহোদয়ের নির্দেশে এবং সহযোগীতায় অহসায় মানুষের পাশে অামরা সব সময় অাছি। প্রথম পর্যায়ে মন্ত্রী মহাদয়ের সহযোগীতায় অামরা জেলা ছাত্রলীগের পক্ষে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সবান এবং সচেতনতামূলক লিপলেট বিতরণ করি।
পরবর্তীতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায়
এবং শহরে কর্মহীন অসহায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি এবং মন্ত্রী মহোদয়ের নির্দেশ এবং সহযোগিতায় সরাসরি কৃষক হতে সবজি কিনে তা ফ্রি সবজি বাজার এর মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়। যত দিন দেশে ক্রান্তিলগ্নে থাকবে অামরা কর্মহীন মানুষের পাশে থেকে সহযোগীতা করবো ইনশাঅাল্লাহ।
Leave a Reply