পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। জসীম ভুইয়া।
সময় সংবাদBD-ঢাকাঃ বাংলাদেশ পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসেবে,উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
গতকাল,১৭ডিসেম্বর-২০২০ইং-(বৃহস্পতিবার)বেলা ১২ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক ভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় মোট ১৬ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা তুলে দেন ডিএমপি কমিশনার মোহাঃশফিকুল ইসলাম বিপিএম (বার)।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই, বীর শহীদদের স্মরণ দোয়া ও আত্মার মাগফেরাত কামনা করেন। এবং-১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারগণ,যুগ্ম পুলিশ কমিশনারগণ,উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে, বাংলাদেশ পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন-আপনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমরা কথা দিতে পারি এই স্বাধীনতা রক্ষা করার জন্য সব ধরনের চেষ্টা আমরা করব। যারা এই স্বাধীনতা নস্যাৎ করার চেষ্টা করবে আমরা জেগে আছি জাতির ক্রান্তিকালে অবশ্যই তাদের প্রতিহত করা হবে।
এসময় তিনি আরো বলেন,জাতির পিতার ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র চলছে সেটা কেউ করতে পারবে না। এই দেশে থাকতে হলে বঙ্গবন্ধুর আদর্শ মানতে হবে,তাঁকে স্বীকার করতেই হবে। যারা মানবে না তারা ও তাদের পরিবার এই দেশে থাকতে পারবে না। বাংলার স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ করেছিল পুলিশ বাহিনী এটাই আমাদের অহংকার। আমাদের সবাইকে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বুকে ধারন করে দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে কাজ করতে হবে তাহলেই,তাঁদের আত্মা শান্তি পাবে।
উল্লেখ্য,বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শুরুতেই পাকিস্তান সেনাবাহিনী প্রথম রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ চালিয়েছিলো ঢাকায়,সেই রাজারবাগ পুলিশ লাইন থেকেই বাঙালি পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ রচনা করেছিলেন। এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তৎকালীন সময়ে, রাজারবাগ থেকেই প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেন বাংলাদেশ পুলিশ বাহিনী।
সূত্রেঃ- ডিএমপি নিউজ-লিখেছেন সময় সংবাদ বিডির-ব্যবস্থাপনা পরিচালক জনাবঃ-জসীম ভুইয়া।
এরপর ১৯৭১ সালের ৭ মার্চ এর কয়েকদিন পরেই রাজারবাগে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এটি বাংলাদেশ পুলিশের একটি বড় অর্জন।
[সময় সংবাদ বিডি ঢাকাঃ-বাড্ডা]
Leave a Reply