বিনোদন রিপোর্টঃ:সময় সংবাদ বিডি-ঢাকা- দেশের প্রথম শ্রেণির অডিও ভিডিও প্রতিষ্ঠান সাউন্ডটেক এ প্রকাশিত হলো কন্ঠশিল্পী এসডি সাগরের রোমান্টিক গান আমার বলতে তুই শুধুই। রবিবার সন্ধায় সাউন্ডটেকের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। চমৎকার গল্পের মিউজিক্যাল ফিল্মটি তে দেখানো হয়েছে বোবা মানুষের প্রেম ও ভালোবাসার মিষ্টি প্রেমের কাহিনী।
গানটির কথা ও সুর করেছেন মাসুদ আহমেদ এবং মিউজিক করেছেন রিয়েল আশিক।ভিডিও পরিচালনায় ছিলেন সীমান্ত সজল। গানটিতে মডেল হিসেবে অনবদ্য অভিনয় করেছেন কেএস রবিন এবং সাথী।
ক্যামেরায় ছিলেন সানি খান কস্টিউম ডিজাইনার হিসেবে ছিলেন জুনায়েদ করিম জিমি। মিউজিক্যাল ফিল্মটি এডিট করেছেন এসকে জয় ও কালার করেছেন এসএম তুষার। জানতে চাইলে এসডি সাগর বলেন,গানটি আমার নিজের খুব পছন্দের গান,সবমিলিয়ে গানটি দারুণ হয়েছে, আমি এই গানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।
Leave a Reply