কবিতা:\_ নেশাটা, যদি তোমাকে পাওয়ার জন্য হয় _/
\___________ জাবেদ হোসাইন ___________/
নেশাটা,
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে হোক না, মন্দ কি।
বিকেলের মিষ্টি রোদে
হাঁটাটা যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে হাঁটিই না, মন্দ কি।
খুব ভোরের ইবাদত টা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে করি না, মন্দ কি।
বহুদূরের ভ্রমনটা যদি
তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে হোক না, মন্দ কি।
আগোছালো ভাবনাগুলো
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে ভাবিই না, মন্দ কি।
নিত্যদুপুরে পুকুরে সাঁতার কাটাটা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে কাটি ই না, মন্দ কি।
রোজ সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা টা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে আড্ডা হলে মন্দ কি।
প্রতি রাতের স্বপ্ন গুলো
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে দেখিই না, মন্দ কি।
হঠাৎ করে মন খারাপটা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে হোক না, মন্দ কি।
রোজ সকালে ঝগড়া টা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে হোক না, মন্দ কি।
একাকীত্ব টা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে একাই থাকি, মন্দ কি।
বারিন্দায় দাঁড়িয়ে কফির পেওলায় চুমুকটা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে নিত্যদিন চুমুক দেবো, মন্দ কি।
রাতের আঁধারে জোনাকিপোকার ভীড়ে দাঁড়ানোটা
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে অমাবশ্যায় দাঁড়িয়ে থাকবো, মন্দ কি।
ভরা জোৎস্নায় তোমার হাতে হাত রেখে হেঁটে
যদি তোমাকে পাওয়া হয়
তাহলে অনন্ত কাল হেঁটে যাবো, মন্দ কি।
হৃদয়ের সমস্ত অনুভূতি
যদি তোমাকে পাওয়ার জন্য হয়
তাহলে সব অনুভূতি আজ থেকে তোমার জন্য,
মন্দ কি।
================💃
Leave a Reply