নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীকে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করতে শিক্ষা উপকরণ বিতরণ। ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস্’ (বিসি / টিআইপি) প্রকল্পের আওতায় শিমুলবাড়ী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ইয়াসমিন ও অঞ্জনা রানীর পড়ালেখা চলমান রাখাতে আরডিআরএস বাংলাদেশের শেল্টার হোমে তিন দিনের প্রশিক্ষণ শেষে আগামী এক বছরের বই, খাতা, কলম প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা দুইজন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সিটিসি কমিটির সম্মানিত সভাপতি মোঃ এজাহার আলী।
এসময় আরডিআরএস বাংলাদেশের বিসি / টিআইপি প্রকল্প, ফুলবাড়ী, কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার মোঃ ফরহাদ আলম ও মোঃ হাফিজুর রহমান, কমিউনিটি মবিলাইজার মিঠু চন্দ্র ও সিটিসি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply