নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে পড়ে বৈশাখী আক্তার নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২০) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের হাজীটারি এলাকায়। নিহত ওই শিশু একই ইউনিয়নের বেড়াকুটি হাটের ঝাকুয়াটারী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-মা গার্মেন্টসে চাকরি করার কারনে ঢাকায় থাকেন। শিশু বৈশাখী একই ইউনিয়নের ধর্মপুর হাজিটারী গ্রামে নানা একরামুল হকের বাড়িতে থাকে। রোববার সকালে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না নানা বাড়ির লোকজন। আশপাশ খোঁজাখুঁজি করে একই গ্রামের এমদাদুল হকের পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply