সময় সংবাদ বিডি-ঢাকা:রাজধানীর মিরপুর ১০-এর বেনারসি পল্লি সংলগ্ন ঝুটপট্টিতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আজ শনিবার বেলা ১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এইদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার,সময় সংবাদ বিডিকে জানান,আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ১ ঘণ্টার চেষ্টাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের উৎসের বিষয়টি এখনো নিশ্চিত নই। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি।
উল্লেখ্য,গত বুধবার সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের বারেকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরইমধ্যে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয় শতাধিক পরিবার।
সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মিরপুরের ঝুটপট্টিতে আগুন লাগল। এ ঘটনা রাজধানীর নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
Leave a Reply