
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ রাজশাহীর কেশরহাট অমর একুশে বইমেলায় রহমান হোন্ডার স্টল উদ্বোধন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কেশরহাট ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে তিনি স্টলের উদ্বোধন করেন।
মেলায় মূল গেইট দিয়ে প্রবেশ করেই ডানপাশে রয়েছে রহমান হোন্ডার স্টল প্যাভিলিয়ন। মূল্য ছাড়ের নানা অফার চলছে এখানে।
বিক্রি বাড়াতে বইমেলায় চলছে অফারের ছড়াছড়ি। ক্রয়ে মূল্য ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন মডেলের মোটরসাইকেলে। সেইসাথে চলছে নানান অফার।
হোন্ডা কোম্পানির নিউ সিবি ১২৫ সিসি সাইন এসপি মোটরসাইকেলে মুল দাম থেকে ৬,৯২০ টাকা সাশ্রয় ও ৫,০০০ টাকা ক্যাশব্যাক এবং একটি হোন্ডা জ্যাকেট ফ্রি দেয়া হচ্ছে। হোন্ডা লীভোতে ৬,১০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এছাড়াও ড্রিম নিউ মডেলের মোটরসাইকেলে ৩,০১০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে রহমান হোন্ডার স্টলে।
বিক্রির পাশাপাশি নিজেদের বিভিন্ন মডেলের সাথে ক্রেতাদের পরিচিত করানো এবং প্রচারণাকে মেলায় স্টল নেয়ার অন্যতম উদ্দেশ্য বলে জানালেন রহমান হোন্ডার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোস্তাফিজুর রহমান মোস্তাক।
তিনি বলেন, একুশে বইমেলার প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া মিলেছে। আমি আসা করি আগামী কয়েকদিনে আরও ব্যাপক সাড়া মিলবে।
স্টলের এক গ্রাহক ভেক্টর আলী বলেন, এর আগে আমি হোন্ডা কোম্পানির গাড়ি কিনেছি। আজ বইমেলায় ছাড়ের ছড়া ছড়ির খবর পেয়ে এসেছি।
স্টলের সেলস এক্সিকিউটিভ সোহেল মাহমুদ বাবু বলেন, ক্রেতাদের আগ্রহ বাড়াতেই বইমেলায় হোন্ডার স্টল দেয়া হয়েছে।