সময় সংবাদ বিডি- ঢাকা:বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার চাদরে যুক্তরাষ্ট্র।
আগামীকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। এই শপথ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে: জানা যায়, এরই মধ্যে-ট্রাম্প সমর্থকেরা ৫০ টি রাজ্যের রাজধানীতে সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে এমন আশঙ্কায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে দেশটি আইনশৃঙ্খলা বাহিনী।
সম্প্রতি,মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কোনো ঝামেলা এড়াতে ওয়াশিংটনে নিযুক্ত ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্যের নিরাপত্তা বিষয়ক তথ্য যাচাই বাছাই করে দেখছে। আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকার্থি বার্তা সংস্থা এপিকে বলেছেন,তিনি এবং অন্যান্য নেতৃবৃন্দ গার্ড সদস্যদের মধ্য থেকে কোনো হুমকির প্রমাণ দেখেননি।
কোনো ধরনের সহিংসতা এড়াতে ওয়াশিংটনের বেশিরভাগ রাস্তা এবং মেট্রো স্টেশনগুলোর পাশাপাশি ন্যাশনাল মলকেও বন্ধ করে দেওয়া হয়েছে। ভার্জিনিয়া রাজ্য থেকে শহরে প্রবেশের সেতুগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে হাজার হাজার ন্যাশনাল গার্ড সেনা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা পুরো অঞ্চল জুড়ে অবস্থান করছেন।
এছাড়া ৫০টি রাজ্যে ট্রাম্প সমর্থকেরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে এনিয়ে সেসব রাজ্যেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। অনেক রাজ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Leave a Reply