নুরনবী মিয়া, নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি: “মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” এই শ্লোগানকে ধারণ করে লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ধরলা নদী কবলিত প্রত্যন্ত এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
বিউটিফুল লালমনিরহাট সংগঠনের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি ২০২০) বিকালে ১ম ধাপে কুরুল কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরন এবং শীতার্ত মানুষের উদেশ্যে বিভিন্ন উপদেশ ও শীতে করণীয় সম্পর্কে স্বাস্থ্য সুরক্ষা মূলক আলোচনা করা হয়।
এসময় কুরুল কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, বিউটিফুল লালমনিরহাট সংগঠনের সভাপতি হীরা চন্দ্র রায়, সহ-সভাপতি শিবু চন্দ্র, সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সদস্য ফারজানা মেধা, নুসরাত, বৃষ্টি, জাকির হোসেন, সুমন রায়, ইমন আশিক, সামসুজ্জামান নাঈম প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply