বিনোদন রিপোর্টঃ:সময় সংবাদ বিডি-ঢাকা,বি এফ মাল্টিমিডিয়া ইউটিউবে আসছে মাহিন খাঁন অভিনীত মিউজিক্যাল ফিল্ম মায়াবীনি।মিউজিক্যাল ফিল্ম টি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক বিশাল আহমেদ ফরহাদ।কন্ঠশিল্পী মাসুদ টুটুলের কন্ঠে ও আল-আমিন খাঁনের মিউজিকে চমৎকার মায়াবীনি শিরোনামের গানের সাথে মিল রেখে করা হয়েছে মিউজিক্যাল ফিল্মটির গল্প।
সম্প্রতি ঢাকা ও ঢাকার বাহিরের চমৎকার লোকেশনে ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।মাহিন খাঁনের সাথে মিউজিক্যাল ফিল্মটিতে অনবদ্য অভিনয় করেছেন মডেল অভিনেত্রী পাপড়ি।জানতে চাইলে মাহিন খাঁন বলেন,আমার বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিও শীঘ্রই প্রকাশিত হবে, কিন্তু এই মিউজিক ভিডিও টি নিয়ে আমি আশাবাদী। কারন হিসেবে বলবো প্রথমত গানটির গল্প অসাধারণ অপরদিকে ফিল্মটি পরিচালনা করেছেন আমার প্রিয় পরিচালক বিশাল আহমেদ ফরহাদ। খুব শীঘ্রই ফিল্মটি প্রকাশিত হবে।সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।
Leave a Reply