
সময় সংবাদ বিডি- ঢাকা: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইরফান খান আর নেই। বুধবার (২৯ এপ্রিল) সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানেই কোলন ইনফেকশন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
জানা গেছে, বর্তমানে হাসপাতালে ইরফান খানের সঙ্গে তার স্ত্রী সুতপা ও দুই সন্তান ছিলেন। এর আগে ২০১৮ সালে ইরফান খান নিউরোনডকট্রিন টিউমারে আক্রান্ত হন।
উল্লেখ্য,গত সপ্তাহে ভারতের জয়পুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা সাইদা বেগম।লকডাউনের কারণে মায়ের শেষবিদায়ে অংশগ্রহণ করা হয়নি তার।
অভিনেতা ইরফান বেশিরভাগ সময়ে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন,তাছাড়া ভারত বোম্বাই কেরালা তামিলনাড়ুতে তার বেশ জনপ্রিয় ছবি রয়েছে- যা একসময় বোম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধামাকা ছিল।
অভিনেতা ইরফান খানের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
নিউজ সূত্রে:-হিন্দুস্তান টাইমস।