মঙ্গলবার জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ।সময় সংবাদ বিডি- ঢাকা:আগামীকাল (৩১ ডিসেম্বর) মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিন আনুষ্ঠানিকতার পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা,রাজশাহী,কুমিল্লা,যশোর,চট্টগ্রাম, বরিশাল,সিলেট,দিনাজপুর,ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ওই দিন বেলা ১২টায় প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।
Leave a Reply