
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক,মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
ডিবি সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি,২০২০ বিকাল ০৫.০৫ টায় ঢাকা মহানগরীর শাহবাগ থানাস্থ সেক্রেটারীয়েট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি উত্তরের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতের নাম মোঃ আরিফ হোসেন (৩৬)।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।