

ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলার তেতুঁলীয়া ইউনিয়নের জয়পুর গ্রামে পাম্পের পানির পাইপ টানাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী সুত্রে, তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের ঝড়ু প্রামাণিকের ছেলে কহির উদ্দিন পাম্পের পানির পাইপ মাটির ৩ ফুট গভীর দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করে। এর একপর্যায়ে যে জমির নিচদিয়ে পাইপ আনা হচ্ছিলো সেই জমির মালিক এসে বাধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে ঘটনাস্থলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
স্থানীয় অনেকে বলেন, পুর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে। তবে তা গুরুতর নয় বলে তারা জানান।
সময় সংবাদ বিডির অনুসন্ধানে জানা গেছে, জয়পুর গ্রামের গভির নলকূপ হতে পাইপ টানা হচ্ছিলো মৃত রফাতুল্লাহর ছেলে আরিফ উদ্দিনের মালিকানা জমির ৩ ফুট নিচ দিয়ে। পাইপ টানা হচ্ছিলো ঝড়ু প্রামাণিকের ছেলে কহির উদ্দিনের নতুন বাড়িতে।
সোমবার সকালে পাইপ টানার কাজ শুরু হলে জমির মালিক এসে বাধা দেয়। পরে তাকে (জমির মালিক) কে বোঝানোর চেষ্টা করে বাড়ির মালিক কহির উদ্দিন। কিন্তু উভয়েয় নাছড় বান্দা বনে যাওয়ায় এক পর্যায়ে ঢেলাঢেলির মত পরিস্থিতি সৃষ্টি হয়।
যা নিতান্তয় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ৯৯৯ কল করে পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মান্দা থানা পুলিশ।
এদিকে, বাড়ির মালিক কহিরের স্যালক সময় সংবাদ বিডিকে বলেন, ঘটনাটি ভিন্নদিকে প্রভাহিত করার চেষ্টা করছে জমির মালিক আরিফ উদ্দিন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন সময় সংবাদ বিডিকে বলেন, এমন ঘটনার কোন অভিযোগ থানায় আসেনি।