
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
নওগাঁঃ আসন্ন নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বিজয়ের লক্ষে বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা যুবলীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমল কুমার নেতাকর্মীদের মাঝে নির্বাচনী দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মোল্লা এমদাদুল হক।
বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোশাররফ হোসেন,
সাধারণ সম্পাদক শ্রী গৌতম কুমার মোহন্ত, সহ সভাপতি কামরুল ইসলাম পাসা, তেতুঁলীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম জীবনসহ অন্যান্য নেতাকর্মীরা।