সময় সংবাদ বিডি-ঢাকা:বন্ধ করে দেয়া হয়েছে বেসরকারি পত্রিকা-বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে-বিক্ষোভে উত্তাল মিয়ানমার।
সম্প্রতি চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত ২১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন। তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে অনেকেই।
এইদিকে,বিক্ষোভ দমন করতে এবার বেসরকারি পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। দেশটির নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে ফের দফায় দফায় বিক্ষোভ,খবর রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই মিয়ানমারের সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইন্টারনেট সেবা আরো সীমিত করে দেওয়া হয়েছে। মিয়ানমারবাসীকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই জান্তা সরকার এসব কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তাছাড়া,বিক্ষোভকারীরা যাতে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সে জন্য জান্তা সরকার অনেক এলাকায় এই সেবা সীমিত করে দিয়েছে। জনসমাগম হয় এমন স্থানে ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণে দাউইসহ কয়েকটি শহরে ইন্টারনেটে সেবা ইতিমধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে,প্রতিবেশি থাইল্যান্ডের সঙ্গে ফাইবার সংযোগ বিচ্ছিন্ন করতে এই কেবল কাটা হয়েছে।
উল্লেখ্য,গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ও দেশটির নোবেল জয়ী নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে।
Leave a Reply