সময় সংবাদ বিডি -ঢাকা: মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক,( ৯১ )বছর বয়সে মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে মারা যান তিনি। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা ও ডেইলি সাবাহ সূত্রে,জানা যায় গত শনিবার হোসনি মোবারকের অস্ত্রোপচার করা হয়েছিল। এর কয়েক দিন পরই তিনি মৃত্যুবরণ করেন ।
হোসনি মোবারক ১৯২৮ সালের ৪ই মে জন্মগ্রহণ করেন, তার আসল নাম মুহাম্মদ হোসনি সাইদ মুবারাক। তার বাবা ছিলেন বিচার মন্ত্রণালয়ের একজন ইন্সপেক্টর। ৯১ বছর বয়সী হোসনি মোবারক ১৯৮১ সালে আনোয়ার সাদাত নিহত হওয়ার পর মিসরের প্রেসিডেন্ট হন। টানা তিন দশকের বেশি সময় তিনি মিসর শাসন করেন।
Leave a Reply