
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ রাজশাহীর মোহনপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার রাতে উপজেলার ধুরইল ইউনিয়নের মহব্বতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানওয়ার হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে প্রায় বিশ বিঘা ফসলি জমিতে শ্রমিক দিয়ে পুকুর খনন করছিলেন ওই এলাকার ভলয় মন্ডলের ছেলে ইউপি মাম্বার শফিকুল ইসলাম। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়।