
মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে আবারো স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযাগে জসিম উদ্দিন সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
শ্লীলতাহানির ঘটনায় ছাত্রীর দাদী বাদি হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার আসামিক জল-হাজত প্ররণ করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ সময় সংবাদ বিডিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার রতনডাঙ্গা গ্রামর জৈনক ব্যক্তির ৪র্থ শ্রণীতে পড়ুয়া মেয়ে গত ১৭ ফেব্রুয়ারী সকাল ৯ টার সময় বাবার জন্য খাবার নিয়ে বিলে যাছিল। ওই সময় রাস্তায় একই গ্রামের মৃত উজির সরদারের ছেলে জসিম উদ্দিন সরদার স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করে। গত বহস্পতিবার থানায় মামলা দায়েরের পর রাতে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।