
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলা বাজার এলাকায় কোরোনা ভাইরাস প্রতিহত করতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী ও সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ ২৫ মার্চ সোমবার সকালে স্যানিটাইজার সামগ্রী হিসেবে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
স্যানিটাইজার সামগ্রী বিতরণ শেষে উপজেলা গেটে জনগণের সচেতনতা তৈরির জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরসেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, বাকসিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, কেশরহাট পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন উজ্জল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রনি সরকার, হুমায়ুন কবির, বেলাল হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।