মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীঃ রাজশাহীর মোহনপুরে ইয়াবা সম্রাজ্ঞী খ্যাত আরিফা খাতুন (৩৩)সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৫৮ পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যাবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টার সময় খানপুর হতে তানোরগামী বুরুজ ব্রীজের পাশে থেকে তাদেরকে আটক করা হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ আটকের বিষয়টি সময় সংবাদ বিডিকে নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, বাগমারা থানার মচমইল বাংলাপাড়া গ্রামের আরিফা খাতুন (৩৩), কেশরহাট পৌর এলাকার বিদিরকা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিঠু(২৫) ও ঘাসিগ্রাম ইউপির আতানারায়নপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে আলাউদ্দিন (৩৮)।
পরে আসামীদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply