
মোহনপুর প্রতিনিধি: চলমান করোনা ভাইরাস মোকাবেলায় রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফসহ কয়েকজন ব্যক্তির নিজ অর্থায়নে প্রায় ২৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১০ মে) মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের হাজরাপাড়া মোড়ে এই অনুদান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ করেছেন মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন।
কর্মহীন মানুষের জন্য চাল দিয়ে সহযোগিতা করেছেন জাহানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, আলাউদ্দিন মাষ্টার, মোহনপুরের সিনিয়র সাংবাদিক এমএম মামুন, আতিকুর রহমান, কলিমুদ্দিন, আবুল হোসেন, সুলতান আলী, সোহরাব হোসেন মাষ্টার, ওবাইদুর রহমান, মজিবর রহমান, সাফিকুল ইসলাম, দুলাল হোসেন, শিমুল হোসেন, আব্দুস সাত্তার, হাফিজুর রহমান, মহেদ আলী, জামান হোসেন, সেলিম হোসেন, খোকন আলী, রবিউল ইসলাম, উজ্জল হোসেন, আশরাফুল ইসলাম ও আব্দুস সালাম।