
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ মহামারী করোনা ভাইরাস প্রতিহতে রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাসহ দোকান ঘর ও বাড়িতে বাড়িতে জীবাণু নাশক স্প্রে করার পাশাপাশি মসজিদে মসজিদে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা সমাজের সকল মানুষদের সচেতন হতে বলেন।
শনিবার দিনব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ উদ্যোগে জীবাণু নাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। এছাড়াও তারা আরো কিছু পদক্ষেপ নেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আরব হোসাইন, ঘাষিগ্রাম ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সভাপতি আশিক, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম, ছাত্রলীগ কর্মী আলামিন, জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।
রাবী ছাত্রলীগ নেতা আরব হোসেন বলেন, দেশে যতদিন এই অবস্থা থাকবে আমাদের এই কাজ প্রতি সপ্তাহ চলবে।
তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং রূপসী পল্লী বাংলাদেশ সংস্থা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের এই কাজে সার্বিক সহযোগিতা তারা করবেন।
তিনি বলেন, প্রতিটা ওয়ার্ড এবং গ্রামের মানুষ সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমরা এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো।