
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে ফাকা বাসায় নাবালিকা এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক ও তার সহযোগীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার দেওপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই থানা পুলিশ এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ সময় সংবাদ বিডিকে মামলার প্রেক্ষিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, বাগমারা উপজেলার গনীপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রেজাউল করিম (২১) বাজেদেওপুর গ্রামের জৈনক ব্যাক্তির (১৭) বছরের মেয়েকে ফাকা বাসায় ধর্ষণ করে। আর তার বন্ধু একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে সোহেল রানা (২০) এই কাজে তাকে সহযোগীতা করে। এমন খবরে আসেপাশের লোকজন এসে তাদেরকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, এলাকাবাসী সুত্রে জানা গেছে, ধর্ষণের দায়ে আটক দুই ব্যাক্তি একই গ্রামে তার বোন দুলাভায়ের বাসায় বেড়াতে এসে জৈনক ব্যাক্তির মেয়ের সাথে দেখা করতে যায়। যদিও জৈনক ব্যাক্তির মেয়ের সাথে দুই বছর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল ধর্ষক রেজাউল করিমের।
এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে রেজাউল করিম কয়েকবার ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।