
মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার খড়পট্রি এলাকার শ্রী সুকুমার সরকারের স্ত্রী নিহত শ্রীমতী পূর্ণিমা রানী সরকার (৩৫) করোনায় সংক্রামিত নন। নিহতের শরীরের নমুনা পরিক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পূর্ণিমা রানী শরীরের নমুনা পরিক্ষার রিপোর্ট আসে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। রিপোর্টে পূর্ণিমা রানীর শরীরে করোনা ভাইরাস নেগেটিভ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আরিফুল কবির।
তিনি সময় সংবাদ বিডিকে জানান, গত রোববার রাতে নিহত পূর্ণিমা রানীর শরীরের নমুনা পরিক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানোর পর আজ রিপোর্ট হাতে পেয়েছি। সেখানে নিহত পূর্ণিমা রানী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানা গেছে।
তিনি আরো বলেন, যে কোন নিহত ব্যাক্তির নমুনা পরিক্ষা করার আগে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন, এটা কোন ভাবেই বলা যাবেনা। কারন এতে সাধারণ জনগণ আতংকিত হতে পারে। এজন্য তিনি সাংবাদিকদের সতর্ক হতে বলেছেন।