
মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় ফের ঢাকা ফেরত এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বেলনা গ্রামে মুনসুর আলীর মেয়ে রুমি আকতার (২৫)।
গতকাল তার শরীরের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠায় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র।
পরে নমুনা পরিক্ষা করে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট দেয় রাজশাহীর মেডিক্যাল কলেজ ল্যাব।
রবিবার (২৪ মে) রাতে বিষয়টি সময় সংবাদ বিডিকে নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আরিফুল কবির।
এসময় তিনি বলেন, গতকাল (২৩ মে) রুমির নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হলে আজ তার শরীরের নমুনা পরিক্ষা করে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।