
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মোহনপুর উপজেলার মতিহার স্কুলপাড়া গ্রামের মৃত হাসান সরদার এর ছেলে বেলাল হোসেন(৪৪), হরিদাগাছী গ্রামের মৃত আফাজ উদ্দিন স্বর্নকার এর ছেলে আজাহার আলী( ৫২), ধোরসা মোল্লা পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৪) এবং মাদকদ্রব্য সেবনের অপরাধে গ্রেফতার হন উপজেলার ধূরইল গ্রামের মৃত জয়েন সোনারের ছেলে মুকুল সোনার( ৩৮)।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটকের বিষয়টি সময় সংবাদ বিডিকে নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ।