মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে মাটরসাইকলের ধাক্কায় এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন, এসএসসি পরীক্ষার্থীসহ তিন জন। নিহত আলম হাসন (৪০) উপজেলার সাঁকোয়া গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
রোববার সকাল সাড় ৯ টার সময় সাঁকোয়া মাদ্রাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের মৃত মছির ডাক্তারের ছেলে মুনজুর হাসান হিরা (৪৫) তার ছেলে এসএসসি পরীক্ষার্থী মাহমুদ (১৬), নাসির উদ্দীনের ছেলে পরীক্ষার্থী মিনাজুল আসিফ (১৫) একই মোটরসাইকেল যোগে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ব্যবহৃত পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষার কেন্দ্রে যাছিলেন।
আর নিহত আলম হোসেন রাস্তার পশ্চিম পাশে সাঁকোয়া মোড়ে দাঁড়িয়ে ছিলের। অপর দিক থেকে আসা মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হন দুই পরীক্ষাথীসহ মোট তিনজন।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মদ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
Leave a Reply