সভাপতি মো. জিয়াউর রহমান আকাশ ও সাধারণ সম্পাদক মো. সুমন রানা।
মোহনপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ মোহনপুর উপজেলার শাখার অন্তর্গত ৪ নম্বর মৌগাছি ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জিয়াউর রহমান আকাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সুমন রানা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আগামী ১ বছর মেয়াদে আংশিক কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটি ঘোষণার বিষয়টি সময় সংবাদ বিডিকে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরসেদ আলম।
নবগঠিত কমিটিতে আরো নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মো. আঃ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওয়াল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. সৈকত আহম্মেদ।
Leave a Reply