
সময় সংবাদ বিডি- ঢাকা:স্বাগতম ২০২০! অফুরান হাসি-কান্না,আনন্দ-বেদনায় কেটে গেলো একটি বছর।
অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় চিরতরে জমা হলো ২০১৯ সাল।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূর্য অস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ,বুধবার (১ জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই বদলে গেলো ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মাঝে এসে দাঁড়িয়েছে ইংরেজি নতুন বছর!
ঢাকায় বুধবার (০১ জানুয়ারি) রাত ১২টা এক মিনিটে আতশবাজি ও ফানুসে আলোকিত হয়ে ওঠে রাজধানীর আকাশ। প্রতিটি বাড়ির ছাদে ছাদে রঙ-বেরঙের ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করছে রাজধানীবাসী ইংরেজি নববর্ষ-২০২০সাল।
প্রতিটি ছাদে ছাদে চলছে বারবি কিউ পার্টি। উৎসবের জোয়ারে শীত কোনো বাধা হয়ে দাঁড়ায় নি। পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে প্রতিটি ছাদে ছাদে চলছে উৎসবের প্রতিযোগিতা।
এই নতুন হোক উত্তরণের,কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২০ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। নতুন বছরের নতুন সূর্যের আলোয় নগর জীবন শান্তিময় হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর।
স্বাগতম-ইংরেজি নববর্ষ-২০২০ ।