সময় সংবাদ বিডি-ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছে ১জন। ১৪ মার্চ দিবাগত রাত পৌনে তিনটায় কদমতলীর দনিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ জাহাঙ্গীর আলম (৩৮)।
কদমতলী থানা সূত্রে জানা যায়, ১৪ মার্চ দিবাগত রাত ০২.০৫ টায় কদমতলী থানার এসআই মোঃ সোহাগ রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ( টহল) ডিউটি করছিলেন। এমন সময় সংবাদ আসে যে,দনিয়া এলাকায় মারামারি হচ্ছে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ( টহল )দল। থানা পুলিশ ঝগড়ারত দুই পক্ষকে মিটমাট করে দেন।
হঠাৎ করে গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পিস্তল নিয়ে ঘটনাস্থলে আসেন, এবং বিপক্ষ দলের একজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করেন। ঠিক সময় ঘটনাস্থলে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে,কৌশলে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তার হেফাজত থেকে একটি পিস্তল,তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।
Leave a Reply