ছবি রাজধানীর বাড্ডার
সময় সংবাদ বিডি-ঢাকা:ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। শান্তিপূর্ণ হরতালে রাজধানীতে যানবাহন স্বাভাবিক রয়েছে।
আজ রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা,বাড্ডা,মালিবাগ,নতুন বাজার এমন চিত্র দেখা গেছে। এসব এলাকা ঘুরে কোথাও কোনো রাস্তায় পিকেটিং বা মিছিল চোখে এখন পর্যন্ত পড়েনি। পাশাপাশি গণপরিবহন চলাচল ও স্বাভাবিক রয়েছে। তবে রাস্তায় প্রাইভেট গাড়ির সংখ্যাটা স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম রয়েছে।
এইদিকে সাপ্তাহিক বন্ধ থাকায় দোকানপাট কিছুটা বন্ধ রয়েছে। তবে প্রাইভেট গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।
এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাছাড়া হরতালে রাজধানীতে বাড়তি কোনো নিরাপত্তাও চোখে দেখা যায়নি।
Leave a Reply