
সময় সংবাদ বিডি-ঢাকা:রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন,জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। আজ শনিবার মাগরিবের নামাজের পর তার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন অসুস্থত ছিলেন তার চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে। গত ২০ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরেন। শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।
আজ শনিবার, সকালে-৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উল্লেখ্য, জনপ্রিয় নেতা- ১৯৯৩-১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় মাধ্যমে লাখো কোটি ভক্তদের মন জয় করেছিলেন-‘বদি ভাই’ খ্যাত বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা আব্দুল কাদের।