
সময় সংবাদ বিডি ঢাকা: রাজধানীর বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার আগে বিহঙ্গ পরিবহনের একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে চালককে গ্রেফতার ও বাসটি জব্দ করে পুলিশ। শাহবাগ থানার ওসি আবুল হাসান, সময় সংবাদ বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাস চাপায়-আহত ব্যক্তির নাম জাকির। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মাকসুদুর রহমান (৪৫), তার বাবার নাম আসাদুর রহমান।আরেকজনের নাম বেলায়েত(৫২), তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।