নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীঃ রাজশাহীর কেশরহাটে নৌকার পথসভায় দুর্বিত্তদের বোমা হামলার ঘটনা ঘটেছে। পরপর তিনটি বোম বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে প্রায় অর্ধশত মহিলা পায়ে পিষ্ট হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিদাগাছি গ্রামে নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদ এর নির্বাচনী পথসভায় হটাৎ দুর্বিত্তদের ছোড়া ৩ টি বোমা বিস্ফোরণ ঘটে। এসময় মঞ্চে পথসভার প্রধান অতিথি এডভোকেট আব্দুস সালাম বক্তব্য দিচ্ছিলেন। আর সামনে সারিবদ্ধ লাইনে চেয়ারে বসে বক্তব্য শুনছিলেন প্রায় সাত শতাধিক মহিলা ভোটার। এতে উপস্থিত নেতাকর্মীরা ও সাংবাদিকরাও আতঙ্কগ্রস্ত হয়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করে।
সরেজমিনে, সন্ধা সাড়ে সাতটায় নৌকার পথসভায় শুরু হয়। একে একে মঞ্চে আগত অতিথিরা বক্তব্য দিতে থাকেন। পর্যায়ক্রমে বক্তব্য দেন নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদ। এর পরে বক্তব্য দিতে শুরু করেন পথসভার প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম। বক্তব্যের ঠিক ৫ মিনিট যেতেই হটাৎ মঞ্চের সামনে পর পর ৩ টি বোমার বিস্ফোরণ ঘটে। এসময় মঞ্চের সামনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে। মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা দিক বিদিক ছুটাছুটি শুরু করে। কয়েকজন নেতাকর্মী প্রধান অতিথি ও নৌকার প্রার্থীকে নিরাপত্তা দিতে চারিদিক থেকে ঘিরে রাখেন।
তখন পরিস্থিতি ঠিক ২১ শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার চিত্র ভেসে উঠে। পাশে রাখা উপজেলা পরিষদের গাড়ি নিয়ে হাজির ড্রাইভার শাহাদাত হোসেন বুলেট। আতঙ্কগ্রস্ত উপজেলা চেয়ারম্যানকে নিরাপদে গাড়িতে তুলেই ড্রাইভার গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন। ততক্ষণে জয় বাংলা শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
এর পরে নৌকার সমর্থকেরা কেশরহাট বাজারে ধানের শীষের প্রধান অফিস ভাংচুর করে বাজারে মিছিল শুরু করে। পরে মোহনপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানের এ খবর লিখা পর্যন্ত মঞ্চে উপস্থিত নেতারা নিরাপদ আছেন। আর সামনে উপস্থিত মহিলা সমর্থকের অনেকে পায়ে পিষ্ট হয়ে আহত হয়েছেন। তাদেরকে নিজ নিজ বাসায় প্রাথমিক চিকিৎসা সেয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে কে বা কারা বোমা হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply