ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী থানার ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৬৫ বোতল ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব -৫ এর একটি অপারেশন দল।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকের বিষয়টি সময় সংবাদ বিডিকে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকার মির্জাখালী গ্রামের কুদ্দুসের ছালে আরিফ হোসেন (২৪), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে শরীফ হোসেন(২৬), মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার হাটলক্ষীগঞ্জ গ্রামের মৃত হযরত আলীর ছেলে সোহেল রানা (৩৩) ও মাদারীপুর জেলার কালকিনি থানার সুমিত্রা গ্রামের মৃত- মকলেছুর রহমানের ছেলে রাজিব হোসেন (২৫)।
পরে আসামীগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply