
সময় সংবাদ বিডি- ঢাকা:ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগের একটি টিম লালবাগ থানা এলাকা থেকে পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।
গত ২৫ জানুয়ারি ২০২০ বিকাল ০৪.৩০ টায় রাজধানীর লালবাগ থানার শেখ সাহেব বাজার রোড হতে,গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডিবি দক্ষিণের লালবাগ জোনাল টিম।
এ সময় তার নিকট হতে ০৩ রাউন্ড গুলিসহ ০১ দেশীয় পিস্তল এবং ০৪ রাউন্ড গুলিসহ ০১ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলো- মোঃ আশিকুর রহমান বয়স (৩০)
গোয়েন্দা দক্ষিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ,সময় সংবাদ বিডিকে,জানান গ্রেফতারকৃত ব্যক্তি যশোর জেলায়।
বেনাপোল সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র গুলি সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে আসে। এমন তথ্যের ভিত্তিতে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে লালবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ (২৬ জানুয়ারি) গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।