
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী হাটস্থ ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জন নাট্য গোষ্ঠীর নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২০) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে আলতাফ হোসেনকে সভাপতি ও হাফিজুর রহমান আপ্পিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
৩ বছর মেয়াদী (২০২০-২০২৩) এ কার্য্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অবিনাশ চন্দ্র রায় চঞ্চল, কোষাধ্যক্ষ মুছা ইব্রাহীম, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক আউয়াল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, শাহ আলম, নূরে আল হাদী বৈশাখ।