নিজস্ব প্রতিবেদকঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত রাজশাহী কেশরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর পৌনে একটায় জেলা শিল্পকলা একাডেমী ভবনের হলরুমে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
এসময় শপথ গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র শহিদুজ্জামান শহিদ ও ১২ জন কাউন্সিলর। এদের মধ্যে ৮ জন পুরুষ ওয়ার্ড কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিল।
এছাড়াও যারা শপথ গ্রহণ করেন তারা হলেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দীন প্রধান, রাজশাহীর মুন্ডুমালার মেয়র সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মেয়র মতিউর রহমান, নাটোরের সিংড়ার মেয়র জান্নাতুল ফেরদৌস, নওগাঁর মেয়র নাজমুল হক, ধামুইরহাটের মেয়র আমিনুর রহমান, বগুড়ার শিবগঞ্জের মেয়র তৌহিদুর রহমান মানিক, ধুনটের মেয়র এজিএম বাদশা, নন্দীগ্রামের মেয়র আনিছুর রহমান , গাবতলীর মেয়র সাইফুল ইসলাম এএবং কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নান।
উল্লেখ্য, এদিন রাজশাহী বিভাগের ছয় জেলার মোট ১২ জন নবনির্বাচিত মেয়র ও ৩৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১১৭ জন সাধারণ কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
Leave a Reply