
সময় সংবাদ বিডি- ঢাকা: ভারতের বোম্বে ফিল্মস্টার ইন্ডাস্ট্রিরির জনপ্রিয় নায়িকা বছরের শুরুতেই সবাইকে চমকে দিলেন। বলিউড পাড়ায় এখন হইচই,রয়েছে বিনোদনের সেরা শীর্ষে দীপিকা। তেমন বলিউডের এই অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়ায় রয়েছে অসংখ্য ভক্ত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে তার নতুন কোনো পোস্ট এর জন্য।
তবে-এবার যা করলেন তিনি তা বেশ চমকই বলতে হবে। রাতারাতি হাওয়া হওয়া গেল তার সব পোস্ট। পুরাতন কোন পোস্ট আর খুজে পাওয়া যাচ্ছে না তার সোশ্যাল মিডিয়ার কোন অ্যাকাউন্ডে। ফেসবুক,ইনস্টাগ্রাম এমনকি টুইটার থেকে সব পোস্ট মুছে ফেলেছেন তিনি। নতুন বছরে হয়ত সবকিছু নতুন করে শুরু করার জন্য তার এই পরিকল্পনা- হয়তবা পিছনের অশুভ সবকিছু ভুলে যাবার জন্য?