রাজশাহীঃ সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এনে পুনরায়
মুক্তিযুদ্ধ মঞ্চ রাজশাহী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ মঞ্চ।
রাজশাহী জেলা শাখার পুর্বের কমিটি সম্প্রতি বিলুপ্ত ঘোষণা দেয়ার কয়েকদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করে দলটি। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আজমল হোসেন সানার নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটির ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সদ্য বিলুপ্ত করা কমিটির সাধারণ সম্পাদক পদের পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
Leave a Reply